সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালে একটি মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপরহরণ চেষ্টার ঘটনায় ওয়ার্ড বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সাগর উদ্দিন মন্টি বরিশাল সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ও নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক।
বুধবার বিকেলে নগরীর সদর রোড এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে হামলা, মারধর ও অপরহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।
জানা গেছে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা হয়। এসময়ে মারধর করে তাকে তুলে নিয়ে যেতে চায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই সাগর উদ্দিন মন্টি, সহযোগী শাকিব হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরের দিন হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন মসজিদের মুসুল্লিরা।
এসব বিষয়ে তদন্তে নেমে অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়ায় সাগর উদ্দিন মন্টিকে ১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের পদ থেকে এবং একই ওয়ার্ডের সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে বহিষ্কার করে মহানগর বিএনপি।
আরএ