সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআই শহিদুল ইসলাম (৫০) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন (২২) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের কালুর মোড়ের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই শহিদুল ইসলাম মাগুড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। সে দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। এছাড়া নিহত শিক্ষার্থী মনির হোসেন কুমারখালী পৌরসভার ঝাউতলা মধ্যেপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
আরএ