সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আলী ইদ্রিস, সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শাহ মুহাম্মদ মাহফুজুল বারী এবং গ্রন্থাগারিক হায়দার আলীর দুর্নীতির বিচার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাব ও শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী ও সমন্বয়ক রেজাউল করিম জনি, আবু সাইদ, মির্জা মাহফুজ, মাহবুব হাসান রুমেল, মোকাররম হোসেন, তামিম হাসান এবং মারিয়াসহ অন্যরা।
শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সাল থেকে অধ্যক্ষ ইদ্রিস আলী স্যার যোগদানের পর ভর্তি ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি নানা প্রভাব খাটিয়ে আসছেন। সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার তার মেয়ের জামাতা মনিরের দাপটে কলেজটিকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষকে আর দেখতে চাই না।
অভিযুক্ত তিন শিক্ষক গত পাঁচ বছরে ভর্তি ও ফরম পূরণ খাতেই হাতিয়ে নিয়েছেন দুই কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন সময় কলেজ ফাণ্ড থেকে ছাত্রনেতাদের নামে ভুয়া বিল ভাউচার বানিয়ে টাকা তুলে আত্মসাত করেন অধ্যক্ষ। অভ্যন্তরীণ পরীক্ষা পরিচালনা কমিটির কাছে চাঁদা দাবিসহ রাত ৮টা পর্যন্ত অকারণে শিক্ষিকাদের নিজ কক্ষে বসিয়ে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। করোনাকালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ নেওয়া অর্থের অব্যয়িত অংশের বেশিরভাগ টাকা শিক্ষার্থীদের না দিয়ে আত্মসাত করেছেন। প্রতিবাদ করায় গণিত বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়।
আরএ