সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের খাড়াকান্দা গ্রামে দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী রমজান মাতুব্বর। এ ঘটনায় হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকবর আলী খয়রাতি পৌরসভার ২নং ওয়ার্ডের কলম খয়রাতির ছেলে। ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বার ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামের সোনা উল্লাহ মাতুব্বরের ছেলে।
নিহতের পুত্রবধূ মঞ্জিলা বেগম জানান, আমার শ্বশুর আকবর আলী খয়রাতি শ্বশুর বাড়িতে বসবাস করে মুদি দোকানদারি করতো। হঠাৎ দুপুরে আমার শাশুড়ির প্রথম স্বামী রমজান মাতুব্বর একটি ধারালো অস্ত্র নিয়ে আকবর আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে শশুরকে রক্তাক্ত অবস্থায় শাশুড়ি ও আমার স্বামী ভাঙ্গা হাসপাতাল নিয়ে যাওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ভাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আমার শ্বশুর আকবর আলী মারা যায়। তিনি হত্যাকারীর বিচার দাবি করেন।
এ ঘটনায় গ্রামবাসীরা জানান, খাড়াকান্দা গ্রামের আব্দুল হাই মাতুব্বরের কন্যা আসমা বেগমের সাথে প্রথমে রমজানের বিয়ে হয়। বিয়ের ৬/৭ বছর পর রমজান মাতুব্বর তার স্ত্রী আসমাকে বাবার বাড়ি রেখে পালিয়ে ঢাকা চলে যায়। এর দুই বছর পরে আসমা বেগম আকবর আলীকে ২য় বিয়ে করে। কিছুদিন পরে রমজান ফিরে এলে দ্বিতীয় স্বামীকে রেখে আবার প্রথম স্বামীকে বিয়ে করে। কিছুদিন পর রমজান পুনরায় চলে গেলে ফের আকবরকে বিয়ে করে বসবাস করে আসছিল। এই ঘটনা নিয়ে রমজানের সাথে আকবরের শত্রুতা চলে আসছিল।
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার এসআই জয়ন্ত জানান, আকবর আলী নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ১ম স্বামী রমজান আলী। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাতে ঘাতক রমজান মাতুব্বরের ফাঁসির দাবিতে এলাকাবাসী ওই গ্রামে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।
আরএ