সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে ৩১ হাজার ৬ শ’ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার বেলুয়া ইউনিয়নের চর শিমুলচরা এলাকার সুরুজ মিয়ার ছেলে মো. আল আমিন আহমেদ রমজান।
একই দিন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাস আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল মাদকের একটি বড় চালান আসবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করতে থাকি। পরে, শুক্রবার ভোর ৬টা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুড়িচংয়ের নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় গোপনে ডিউটি করতে থাকি। সংবাদদাতার তথ্য মতে সকাল ১০টার দিকে কুমিল্লা হতে ঢাকাগামী তিস্তা এক্সক্লুসিভ বাসে অভিযান পরিচালনা করি। এসময় বাসের ই-১ সিটে বসা এক লোকের স্কুল ব্যাগ থেকে স্কচ ট্যাপ মোড়ানো ৩১ হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী এসআই মো. মুরাদ হোসেন আরও বলেন, আসামি ইয়াবাগুলো চট্টগ্রাম হতে কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর এলাকায় নিয়ে যাবে। সেখান থেকে অপরাপর মাদক কারবারীদের সাথে সেগুলো ঢাকায় নিয়ে যাবে। সেই মোতাবেক অন্যান্য আসামিদের ধরার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে গৌরীপুর এলাকায় গোপনে ডিউটি করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ বিষয়ে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে বের করবে এর সাথে আর কে জড়িত আছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আরএ