সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রাইভেটকার উল্টে একজন যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাতজন। আহতরা সবাই নিহতের আত্মীয় বলে জানা গেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার এলাকার গরুহাট সংলগ্নস্থানে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা।
নিহত রাসেল ইসলাম (২৫) দিনাজপুর সদর থানার ডায়াবেটিস মোড় এলাকার সৈয়দ আফরোজ ইসলামের ছেলে।
আহতরা হলেন:- রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮), মধ্য ভান্ডার এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২), বটগাও এলাকার রফিকুলের মেয়ো রুপসা (১৫), হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০), হরিপুর মেদনিসাগর এলাকার রেজয়ানুল হকের মেয়ে রাদিয়া, দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) এবং প্রাইভেট কারের ড্রাইভার রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে জুনায়েদ (১৮)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, রাণীশংকৈল উপজেলা থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী আমগাছটি দেখতে রাসেল ইসলামসহ তার পরিবারের লোকজন রওনা দেয়। পথে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার গরুহাটি সংলগ্নস্থানে পৌঁছলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাসেল ইসলাম নামে ঐ যুবকের মৃত্যু হয় এবং প্রাইভেটকারটিতে থাকা আরও ৭জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে দ্রুত রাণীশংকৈল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহত ও আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে দুর্ঘটনার ঘটনার পর সড়কজুড়ে যানযটের সৃষ্টি হয়। দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে উল্টে যাওয়া প্রাইভেটকারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে সড়ক যানযটমুক্ত করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হবে।