সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপরে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো লম্বা ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পাড়াইল এলাকার জিয়াউল ইসলামের ছেলে জসিম মিয়া (২১), মধ্যবাড়েরা এলাকার ছাদেক আলীর ছেলে স্বাধীন মিয়া (১৯), নগরীর মাসকান্দা স্টাফ কোয়াটার এলাকার হান্নান মন্ডলের ছেলে প্রিন্স অনিক মন্ডল (১৯), মৃত কাশেম আলীর ছেলে ফজলে রাব্বী (২১), চরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. আবু নাঈম (১৯) ও ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ হাসান (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির জন্য সংগঠিত হওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএ