সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার মদনে এক গৃহবধূর ফোনে অশ্লীল ভিডিও পাঠিয়ে কু-প্রস্তাব দেওয়া ও উত্যক্ত করার ঘটনায় করা মামলায় ইমামুল হাসান চৌধুরী তন্ময় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় বুধবার রাতে মদন পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমামুল হক চৌধুরী তন্ময় মদন পৌরসভার আশকিপাড়া এলাকার মামুন ইয়ার চৌধুরী বকুলের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ মদন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বখাটে তন্ময় দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জারে অশালীন ভিডিও পাঠায়। এমনকি নিজের উলঙ্গ ছবি ও ভিডিও বারবার পাঠিয়ে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। এ ঘটনার বিচার চেয়ে গৃহবধূর স্বামী নেত্রকোনা আদালাতে মামলার আবেদন করে। আদালতের নির্দেশে বুধবার রাতে বখাটে তন্ময়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফি আইনে মদন থানায় মামলা করা হয়। রাতেই অভিযান চালিয়ে আসামি তন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম. মাহমুদুল হক জানান,‘পর্ণোগ্রাফি মামলায় তন্ময় নামের এক আসামি গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
আরএ