সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লায় মাদকের গডফাদার খ্যাত মানিক মিয়ার বাড়িতে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মানিক মিয়ার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় নাগেশ্বর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মাদকের শীর্ষ গডফাদার খ্যাত পলাতক মো. মানিকের বাড়ি থেকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমসহ ডিএনসির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পলাতক আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছ। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
আরএ