সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জেলা প্রশাসকের সঙ্গে নড়াইল জেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল, সাংবাদিক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, মির্জা নজরুল ইসলাম, কাজী হাফিজুর রহমান, আব্দুল হক, খায়রুল আরেফিন রানা, আজিজুল ইসলাম, জহির ঠাকুর, জিয়াউর রহমান জমী, অশোক কুন্ডু প্রমূখ।
এসময় বক্তরা, হাসপাতাল, পাসপোর্ট অফিস, সড়কের যানজট, সড়কের ওপর বাজার বসানো, শহরের মধ্যে যাত্রীবাহী বাস চলাচলসহ বিভিন্ন অফিসের অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে ধরেন। সাংবাদকর্মীদের তথ্য প্রদানে বিভিন্ন দপ্তরের অনিহার কারণে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জেলা প্রশাসককে অবহিত করেন। এসময় সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান বক্তরা।
নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সাংবাদিকদের কথা শুনে সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। আপনারা দুর্নীতির বিরুদ্ধে লিখবেন। দুর্নীতি অনিয়ম করে কেউ পার পাবেনা। সে যেই হোকনা কেন ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএইচ