সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা মূল্যের ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতে জেলার সদর উপজেলার ডালিমবাড়িয়া এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার রাত ১০টার দিকে ডালিমবাড়িয়া এলাকায় একটি আম বাগানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ থেকে ১ কেজি ১০ গ্রাম হেরোইন জব্দ করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএ