সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের গুরুদাসপুর উপজেলায় হারেজ প্রামানিক (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এ সময় নিহতের স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তিন যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গুরুদাসপুরের বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হারেজ আলী বৃ-চাপিলা গ্রামের প্রয়াত ময়না বুড়ার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২০)।
চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, সোমবার রাতে হারেজ আলী স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ার পরে ভোর ৪টার দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে চারজন যুবক। বৃদ্ধ দম্পতি ডাকাতি করতে বাধা দিলে দুইজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা। এসময় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধা স্ত্রীর চিৎকারে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ওসি উজ্জল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরএ