সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত কয়েকদিনের ধরে ভোলায় টানা বর্ষণ হয়েছে। পরিস্তিতি স্বাভাবিক হলেও এখনও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন ভোলার বেশিরভাগ নিচু এলাকায় মানুষ।
গত ৩ দিনে ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের পর সোমবার থেকে রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে। তবে দু’দিন ধরে ভোগান্তি আরও বেড়েছে মানুষের। পানি নেমে না যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন তারা। বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও রাস্তাঘাট ডুবে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ।
ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামে গিয়ে দেখা গেছে, জলাবদ্ধতায় ডুবে আছে বেশিরভাগ নিচু এলাকা। মানুষের চলাচলের রাস্তা এবং বাড়ির আঙিনায় এখনও জমে আছে পানি। যার ফলে চলাচলে সীমাহীন দুর্ভোগ মানুষের। অনেকের পুকুর ও ঘেরে মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্তরা ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন।
ক্ষতিগ্রস্ত রেহানা, রোকসানা, আবুল হোসেন ও মহিন বলেন, গত কয়েকদিনের পানিতে পুরো এলাকা তলিয়ে যায়। তবে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। এ অবস্থায় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে পুকুর ও মাছের ঘের তলিয়ে ভেসে গেছে মাছ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির বলেন, আমনের বীজতলা বা চারার ৩০ ভাগ ক্ষতি আশঙ্কা করা হয়েছে। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।
আরএ