সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর ফাহিম হোসেন নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের আব্দুল লতিফ মালিথার বাঁশ বাগানের পাশের একটি ডোবা থেকে ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুর ২টার দিকে ফাহিম হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। ফাহিম হোসেন আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আব্দুল করিমের ছেলে।
ফাহিম হোসেনের পিতা আব্দুল করিম জানান, রোববার দুপুরে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফাহিম। দীর্ঘ সময় পরও ফাহিম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডোবার পানিতে ফাহিমের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পিতা আব্দুল করিম ফাহিমের মৃতদেহ বাড়িতে নিয়ে যান।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফএইচ