সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোনো নির্দোষ ব্যক্তি, সে যে দলেরই হোক না কেন, তাকে শাস্তি দেওয়া, হয়রানি করা, মামলা দেওয়া ছাত্র-জনতা সমর্থন করে না। টাকার বিনিময়ে যেন মামলা-মামলা খেলা না হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘এখানে এসেও অভিযোগ পেয়েছি, মামলা-মামলা খেলা চলছে। টাকার বিনিময়ে মামলায় নাম দেওয়া হয় এবং টাকা দিলে মামলা থেকে নাম কাটা হয়। সব জায়গায় টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। এজন্যই কি ছাত্র-জনতা প্রাণ দিয়েছিল? এসব আর করতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনকালীন সময়ে ছাত্র-জনতার ওপর হামলায় আহত ও নিহতের প্রত্যেক ঘটনায় পুলিশ, প্রশাসনসহ যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’
সভায় সারজিসের আলমের কাছে মানিকগঞ্জে আন্দোলনে আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে নানা সমস্যা ও প্রতিকূলতার কথা তুলে ধরা হয়।
এসময় সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ