সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে। তবে কয়েকটি পোশাক কারখানার ছাড়া বেশিরভাগ শ্রমিকরা কাজে ফিরেছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষসহ কর্মবিরতির খবর পাওয়া যায়নি।
ঢাকার সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলে আজ রোববার সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে মালিক চাইলে আইন অনুযায়ী শুধু সেই কারখানা বন্ধ রাখতে পারবেন বলে জানিয়েছে বিজিএমইএ।
গতকাল শনিবার তৈরি পোশাক খাতে চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কার্যালয়ে তৈরি পোশাক কারখানার মালিক, শ্রমিকনেতা, সরকারের তিন উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বেশ কিছু দিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে গত বৃহস্পতিবার ২১৯টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ। আজ সেসব কারখানাও চালু রয়েছে বলে জানিয়েছে শ্রমিক নেতারা। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ১ ও ২ যথারীতি শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ফলে প্রতিটি কারখানা উৎপাদনে ফিরেছে।
এদিকে, শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া অব্যাহত আছে শিল্পাঞ্চলে বিজিবি সেনা টহল রয়েছে।
আরএ