সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর সদর উপজেলা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নোয়াখালী শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহ গুলো উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টন দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই নবজাতকের মরদেহ কাথা মোড়ানো অবস্থায় উদ্ধার করে।
সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন বলেন, দুই নবজতাকের বয়স ছিল ৬-৭ মাস। সম্ভাবত এটি মসিক্যারেজ।এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
এফএইচ