সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারির গুদামে অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এসব চিনির মূল্য ১৮ লাখ টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় চিনি গুদামে মজুদ করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদে উপজেলার উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালায় কলমাকান্দা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামানিক নুহাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল। অভিযানে গুদামে থাকা চোরাচালানের ৩৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব চিনির বাজার মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় যৌথবাহিনী।
জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই সেনা কর্মকর্তা।
আরএ