সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাতাপাড়া মাজার সংলগ্ন জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আতাউর রহামানের সভাপতিত্বে ও জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা শাহা আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু তাহের, জেলা শুরা সদস্য ও আদিতমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আদিতমারী উপজেলা শুরা সদস্য ও পলাশি ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী, ইসলামি ছাত্রশিবির লালমনিরহাট জেলা সভাপতি ওসমান গনি প্রমুখ।
কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আতাউর রহামান তার বক্তব্যে বলেন, ১৭ বছর পর বাংলাদেশ স্বৈরশাসকমুক্ত হয়েছে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার ও সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াত আগামীতে কি করবে এটা নিয়ে কোনো নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি। এটা নিয়ে জামায়াত ইসলামি পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পরে জামায়াত নেতারা সাংবাদিকদের নিকট সুপরামর্শ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরএ