সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চলক ও আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলো চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাজবীর আহমেদ (২৭) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাজবীর ও জিতু মোটরসাইকেল নিয়ে ঢাকা হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার বাউশিয়ার পাখির মোড় এলাকায় গাড়ি ওভারটেক করতে গেলে তাদের আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে তারা গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা জেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আই রিয়াদ হোসেন বলেন, তাজবীর ও জিতু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখিরমোড় হয়ে চাদপুর তাদের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পাখির মোড় এলাকায় তাদের মোটরসাইকেলটি ওভারটেকিং করতে গেলে অন্য একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএ