সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী মাহিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে বাড়ির সংলগ্ন পুকুরে এ ঘটনাটি ঘটে।
নিহত মাহিন ওই গ্রামের মো. কাজল মিয়ার একমাত্র ছেলে।
পুলিশ ও মাহিনের পরিবার সূত্রে জানা গেছে, সকালে মাহিনকে ঘুমে রেখে রান্না ঘরে কাজ করছিলেন তার মা। এক ফাঁকে মাহিন ঘুম থেকে জেগে বিছানা থেকে হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর মা ঘরে গিয়ে মাহিনকে বিছানায় না পেয়ে ডাক-চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাহিনকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ভাসতে দেখেন মাহিনকে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীম আরা নিপা বলেন, হাসপাতালে নিয়ে আসা আসার আগেই শিশু মাহিন মারা গেছে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
আরএ