সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, দেশে ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র ধর্ম নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যাতে সত্যের বিন্দুমাত্র ছিল না। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কোনো কোনো জায়গায় কিছু ঘটনা ঘটেছে, তবে তা বিচ্ছিন্ন ঘটনা।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় দাওরায়ে হাদিস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রদের এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক আল্লামা শেখ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা উপদেষ্টারা চেয়ার দখল করে বসে থাকার জন্য আসেনি। রাষ্ট্র সংস্কার তথা নির্বাচন কমিশন, শাসন বিভাগ, আইন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে মেরামত করে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা সরে যাবো। এজন্য সকল রাজনৈতিক দলসহ দেশের প্রতিটি মহলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার।
হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক আল্লাহ আশরাফ আলী নিজামপুরী সঞ্চালনায় ধর্ম উপদেষ্টা খালিদ হুসাইন হেফাজত ইসলাম প্রসঙ্গে বলেন, বিগত সরকারের সময় হেফাজত ইসলামের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাদের তালিকাসহ দায়িত্বশীলরা আমাদেরকে জানালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা প্রত্যাহার করা হবে।
এছাড়া তিনি সকল ধর্ম ও গোষ্ঠীর উপদেষ্টা জানিয়ে ধর্ম প্রতিষ্ঠা আরও বলেন, এবারের দূর্গা পূজার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যদিও বিগত সরকারের সময় বরাদ্ধ ছিল মাত্র ২ কোটি টাকা। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সকলকে সঙ্গে নিয়ে দেশকে সংস্কার করে সুন্দর সমাজ তথা দেশ বিনির্মাণে কাজ করে যাবো।
দুপুর ২টা থেকে শুরু হওয়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য হাটাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কুরাইশী কাসেমী। ওই সময় মানপত্র পাঠ করেন মাওলানা আনোয়ার শাহ আজহারী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, মাদরাসার সিনিয়র শিক্ষক আল্লামা মুফতি জসিম উদ্দিন, আল্লামা দিদার কাসেমী, আল্লামা শোয়েব জমিরী, মুফতি কেফায়েতুল্লাহ, নাজিরহাট মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী ও হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান প্রমুখ।
বিকেল ৪টার দিকে হাটহাজারী মাদরাসা থেকে বের হয়ে তিনি প্রথমে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেটের পশ্চিমে একটি মাদরাসা পরিদর্শন করেন। পরে মাদরাসার সঙ্গে লাগোয়া শ্রী শ্রী শীতাকালি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা মতবিনিময় করেন। উক্ত মতবিনিময়ে সভার সভাপতিত্ব করেন মুন্সি বিজয় কুমার বণিক।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উদয় সেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ও মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।
এ সময় উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের পুলিশ সুপার আহমেদ খান, সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, হেফাজত নেতা নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতে ইসলাম ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরএ