সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এমন একটি তথ্য নিশ্চত করেছেন সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের সকল সীমান্ত এলাকায় প্রতিনিয়ত কঠোর নজরদারি মধ্যে রেখেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে এই জেলার দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী নামক সীমান্ত এলাকা দিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ ভারতে পাচার করার সময় বিজিবি অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্ত এলাকায় মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবাবিরা। পরে মাছগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, কোনো চোরাকারবারি সীমান্ত দিয়ে অবৈধ ব্যবসা না করতে পারে সেজন্য নজরদারি বাড়িয়েছি। আজকে সকালেও সীমান্তে অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরএ