সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ায় ৩০ ঘণ্টার ব্যবধানে আরও একটি খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১২টায় শহরের জয়পুরপাড়াতে বখাটেদের ছুরিকাঘাতে রানা মিয়া নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন।
এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী রোজী বেগম। তিনি এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
নিহত রানা মিয়া (৪৫) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী।
জানা যায়, বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনা বেগম রোজীকে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান সদর থানা পুলিশ।
আরএ