সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে বরিশালের মুলাদি উপজেলার এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়রব হোসেন আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন। রায় ঘোষণার পর আদালত সাইফুলকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের সাটলিপিকার সাইফুল ইসলাম চৌধুরী জানান, মামলা চলমান অবস্থায় সাইফুলকে ৯ বছর আগে পুলিশ গ্রেপ্তার করলে সে কারাগারে ছিল। ডিএনএ টেস্টে সাজ্জাদ নামের ১০ বছরের এক শিশু সাইফুলের সন্তান প্রমাণিত হয়। মঙ্গলবার রায় ঘোষণার আগে সাইফুলকে আদালতে আনা হয়েছিল।
তিনি আরও বলেন, সাজ্জাদের ভরণপোষনের দায়িত্ব সাইফুলকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। দণ্ডিত সাইফুল মুলাদী উপজেলার তিলমার গ্রামের মো. শাহ আলম খানের ছেলে।
আদালত সুত্রে জানা গেছে, সাইফুলের বাসায় গৃহপরিচার কাজ করতো এই তরুণী। সাইফুল তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করলে সে গর্ভবতী হয় এবং ২০১৪ সালে পুত্র সন্তান জন্ম দেয়। সাইফুল সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকার করে।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সাইফুল ও তার স্ত্রী রাজিয়া বেগমের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল মামলা দায়ের করেন। মুলাদী থানার তৎকালীন পরিদর্শক মো. নুরুল ইসলাম একই বছরের ২৩ এপ্রিল দুই আসামির রিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিচারে রাজিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত খালাস প্রদান করেছে।
আরএ