সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হেফাজতে থাকা সৈয়দুল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের খানপুর হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সৈয়দুল করিম(৫৫) কক্সবাজার জেলার সৈদয় নুরুল ইসলামের ছেলে।
পুলিশ প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় মোড়ে গ্রীন লাইন সার্ভিসের একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাসের নিচতলা অভিযান চালিয়ে মাদক পাচারকারী সন্দেহে সৈয়দুলকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নাল আবেদিনের নেতৃত্বাধীন একটি দল। এক পর্যায়ে তাকে জিজ্ঞেসাবাদ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা তাকে নারায়ণগঞ্জ ৩শ’শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় হাসপাতালে লাশ ফেলে রেখে চলে যায় অভিযানকারীরা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, কক্সবাজার থেকে ইয়াবার টালানের গোপন সংবাদ ভিক্তিতে অভিযান পরিচালনা করার সময় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার কয়েটি মামলা রয়েছে। জিজ্ঞেসাবাদেন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা গেছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, তার সঙ্গে তার স্ত্রী ছিলেন। আমরা তাদের কোনো হয়রানি বা নির্যাতন করেনি। এটি একটি দুর্ঘটনা।
এদিকে কর্মকর্তাদের হেফাজতে মৃত্যু বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটিয়ে দেখছেন বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক রিফাত উদ্দিন।
তিনি বলেন, অভিযানের বিষয়টি আমাদের আগেই জানানো হয়েছে কিন্তু অভিযানে কোনো কিছুই উদ্ধার করা যায়নি। বরং জিজ্ঞেসাবাদের সময় একজন অসুস্থ হয়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখছেন। কারও গাফলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপসহকারী পরিচালক।
এফএইচ