সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীতে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে ৬ শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং অভিভাবকরা।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ৬ শিক্ষকের অপসারন চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হযরত আলী, সহকারী শিক্ষক আল আমিন, সাইফুল ইসলাম, ফারুক হোসেন, রফিকুল ইসলাম ও সারওয়ার হোসেন।
ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ের এই ৬ শিক্ষক কোচিং বাণিজ্য করে আসছে। তাদের কোচিং-এ না পড়লে ছাত্র ও অভিভাবকদের সরাসরি হুমকি দিত। শুধু এটাই নয়, স্কুলড্রেস না পরে আসায় ক্লাস নাইনের এক ছাত্রকে নিজের জুতা মুখে নিতে বাধ্য করে। একজন অভিভাবককে নোংরা গালিগালাজ করে। ৩ বছর পর পর বদলির নিয়ম থাকলেও তারা বলদি হয়নি। ফলে ৬ জন শিক্ষক সিন্ডিকেট করে সব অপকর্ম করছে বলে অভিযোগ অভিভাবকদের।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ার কথা জানান তারা। স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান জানান, ছাত্রের মুখে জুতা নেওয়া ও অভিভাবককে গালি দেওয়ার বিষয়ে অবগত হয়েছি। এই ছয় শিক্ষককে দ্রুত অপসারণ করার জন্য সুপারিশ করেছি। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এফএইচ