সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলামের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহকারী সেক্রেটারি হাজী মো. সেলিম সরকার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বিএনপি নেতা সেলিম সরকার বলেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলামের পুরো পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তিনিসহ তার দলবল আওয়ামী লীগের আমলে আমার বিরুদ্ধে ২৭টি রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করেছেন। আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় আমি চারবার জেল খেটেছি। ২০১০ সালে নয়াপুর বাজারে রেলওয়ের জমি আমি লিজ নিয়েছিলাম। পরে সেই জমিতে দোকান তুলতে গেলে আতিকুল ও তার বাহিনী বাধা দেয়। এরপর আমি ইউএনও ও ইউপি চেয়ারম্যানকে এ ঘটনা জানাই। তারা আমাকে দোকান তোলার অনুমতি দেন। পরবর্তীতে আতিকুল আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী নিয়ে আবার বাধা দিয়ে আমাদের মারধর করে। এরপর থেকে আমি আর নিজের জমিতে যেতে পারিনি।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে পরবর্তীতে আমি আমার লিজকৃত জমিতে খাম্বা গাড়তে যায়। এতে আতিকুল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এর ফলে আমি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি প্রশাসনের নিকট এর সুুষ্ঠু তদন্তসহ সঠিক বিচার চাই।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আমজাদ হোসেন, যুবদল নেতা জয়নাল, যুবদল নেতা এরশাদ, শাহাদাত, রহিম, ইসমাঈল, মহির ভাই প্রমুখ।
এফএইচ