সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে ১৯০টি আগ্নেয়াস্ত্র কেনার অনুমোদন নিয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ও ব্যবসায়ী ব্যক্তিরা। আর অনুমোদিত ব্যক্তিদের মধ্যে আগ্নেয়াস্ত্র কিনেছেন ১৬০টি। এ পর্যন্ত ১১৯টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। তবে নির্ধারিত দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট থানায় জমা হয়নি ৪১টি আগ্নেয়াস্ত্র। আর এতে জনসাধারণের মাঝে বিরাজ করছে আতঙ্ক।
জানা গেছে, নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কথা ছিল।
এর আগে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বর্তমান সরকার।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে ১৯০টি। এর মধ্যে কেনা হয়নি ৩০টি। আর ১৬০টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের মধ্যে ১১৯টি জমা হলেও ৪১টি এখনো জমা হয়নি। এই ৪১টি আগ্নেয়াস্ত্র উদ্ধারে প্রশাসন কাজ করছে।
অ