সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেছে তার দল বিএনপির (প্রতিপক্ষ) লোকজন। শুক্রবার (৬ সেপ্টম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আবু আল ইউসুফ টিপু অভিযোগ করেন, শুক্রবার বিকেলে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় বন্দরে উপজেলার এলাকায় বিএনপি'র একটি অনুষ্ঠানে যোগদানের জন্য অটো রিক্সা যোগে যাচ্ছিলেন। অটোরিকশাটি নবীগঞ্জ এলাকায় গেলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালামের ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাওসার আশা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আতাউর রহমান,মুকুল, বিএনপি নেতা সৌরভ ও রাজীবের নেতৃত্বে একদল লোক অটোরিকশা থামিয়ে হামলা চালায়। একপর্যায়ে আবু আল ইউসুফ খান টিপুকে অটোরিকশা থেকে নামিয়ে লাঠি সোঠা দিয়ে থেকে বেধড়ক পিটুনি দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে বন্দরের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নারায়ণগঞ্জে পাঠানো হয়।
বিএনপি নেতাকর্মীরা জানায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য আবুল কালাম গ্রুপের সাথে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবুয়াল ইউসুফ খান টিপু সাথে বিরোধ চলে আসছিলো। ধারণা করা হচ্ছে এই বিরোধের জের ধরে আবু আল ইউসুফ খান টিপুকে একা পেয়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজন হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেছে।
আবুল আল ইউসুফ অভিযোগ করেন তাকে হত্যার উদ্দেশ্যেই বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও সাবেক সংসদ সদস্য আবুল কাওসার আসার লোকজন তাকে মারধর করেছে।
তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল কাওসার আশা টিপুকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।
আর বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আতাউর রহমান মুকুল টিপুকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, মারধরের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বরং মহানগর বিএনপির সভা আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আওয়াল ইউসুফ খান টিপু মিলে আমার বিরুদ্ধে ছাত্র বৈষম্য আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দিয়েছে । আমি বিএনপির রাজনীতি করি তারপরও তারা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এই মামলা করিয়েছে বলে উল্টো তিনি অভিযোগ করেন।
এদিকে হামলার প্রতিবাদে শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
এফএইচ