সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামে ট্রাকচাপায় আব্দুল মতিন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে আব্দুল মতিন একটি অটো রিকশাযোগে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার সংলগ্ন সরকারি বীজ হিমাগারের কাছে পৌঁছান। এসময় অটোরিকশা থেকে নেমে অসাবধানতাবশত: রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল জানান, ‘পরিবার থেকে অসাবধানতাবশত দুর্ঘটনার বিষয় জানিয়ে তারা মরদেহটি ময়না তদন্ত না করেই নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা তাদের আবেদনটি গ্রহণ করেছি।
এফএইচ