সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ করেছেন শিল্পপতি মনির আহমেদ। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই শিল্পপতির টাঙ্গাইল শহরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় শিল্পপতি টাঙ্গাইল সদর থানায় আহমেদ আযমসহ ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ দেন। তবে জেলা বিএনপির নেতারা বলছেন, আহমেদ আযম খান ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।
বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ওই শিল্পপতি বিএনপি স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শিল্পপতি নিজ বাসায় এবং বিএনপি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে এশিয়াটিক কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর বলেন, গত মঙ্গলবার তিনি তার বাস ভবনে কয়েকজন স্বজনকে দুপুরের খাবারের আমন্ত্রণ করেছিলেন। তাদের মধ্যে তার আত্মীয় সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন ছিলেন। দুপুরে আড়াইটার দিকে আহমেদ খানের অনুসারী ২০/২৫ জন নেতাকর্মী তার বাসায় প্রবেশ করে। তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় গালাগালি ও ভাঙচুর করে। তার আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দিতে আসা ব্যক্তিদের কিল ঘুষি ও লাথি মেরে লাঞ্চিত করে।
মনির আহমেদ আরও অভিযোগ করেন এই ঘটনার তিন চার দিন আগে এক লোক তার কাছে এসে আহমেদ আযমকে ফোনে ধরিয়ে দেন। তখন আহমেদ আযম তাকে জানান, আগামীতে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে তিনি (আযম) জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তাই ৫০ লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। টাকা দিতে অস্বীকার করলে সেদিন দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন আহমেদ আযম খান।
এ দিকে আহমেদ আযম খানসহ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনার প্রতিবাদে বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতৃবৃন্দ। শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ বলেন, শিল্পপতি মনির আহমেদ একজন দুর্নীতিবাজ ও আওয়ামী দোসর। তিনি নিজেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নিয়ে তার বাসায় সভা করছিলেন। তার বাসায় গিয়ে কোনো খারাপ আচরণ বা ভাঙচুর করা হয়নি। চাঁদা দাবির তো প্রশ্নই আসে না।
তারা জানান, আহমেদ আযম খান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ আনা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই ষড়যন্ত্রের সঙ্গে কিছু দলীয় নেতাকর্মী এবং বহিষ্কৃত নেতাকর্মী জড়িত রয়েছে বলে সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ জানান।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইজাজুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান ও সাদেকুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, মনির আহমেদের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ