সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জে মাত্র ২৫০০ টাকার জন্য বাদল আলী (৫৪) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করেছে দুই ভাই। নিহত বাদল আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চামাগ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে।
বুধবার দুপুর ২টার দিকে একই এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদশর্ক তদন্ত এসএম নুরুল কাদির সৈকত।
নিহতের স্বজনরা জানান, প্রায় মাসখানেক আগে বাদলের ১২ বছরের শিশু সন্তান একই এলাকার মাইনুদ্দিনের বাড়িতে রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে। কাজের পাওনা ২৫০০ টাকা চাইতে গেলে বাড়ির ভেতরে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে।
সদর মডেল থানার পরিদশর্ক তদন্ত এসএম নুরুল কাদির সৈকত বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
আরএ