সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানা ধরনের রোগ বালাই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ফেনীর ফুলগাজী উপজেলার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করছে দলটি।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জি. এম. হাট উচ্চ বিদ্যালয় ও বহুমুখী আশ্রয় কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
এসময় তিনি বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে আমরা জিয়া পরিবার আপনাদের পাশে আছি। বন্যায় যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে টিন দিয়ে সহযোগিতা করবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে মেডিকেল টিম ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ২টি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়। এতে আনুমানিক ২ হাজার অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।
এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেলে পরশুরাম উপজেলার অডিটরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
আরএ