সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মিরপুরের এক পর্যটক। এসময় মুমূর্ষু অবস্থায় অপর একজনকে উদ্ধার করেন সি সেইফ লাইফ গার্ড কর্মীরা।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সজীব হোসেন (২৬) ও নেছার আহমদ (২৫) গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় দুজন। পরে সৈকতে থাকা সি সেইফ লাইফ গার্ড কর্মীদের খবর দিলে তারা নেছার আহমদকে উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে সজীব।
নিখোঁজ সজীব হোসেন ঢাকার মিরপুর ১১-এর বাসিন্দা। তারা আট বন্ধু মোটরবাইক চালিয়ে গতকাল কক্সবাজারে পৌঁছান। আজ দুপুরের খাবার খেয়ে সৈকতে নামলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নেছার।
নিখোঁজের পর ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করেন। অন্যদিকে, সজীবকে উদ্ধার করতে তার বন্ধুদের তৎপরতাও দেখা যায়।
অ