সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি জেলা পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) কোতয়ালী থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজুর সার্বিক তত্বাবধানে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি এখনো পর্যন্ত ৩৭৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শহরের ট্রাইভেল আদাম এলাকার বাসিন্দা শেফালিকা চাকমা বলেন, আমার মোবাইলটি বেশ কিছুদিন আগে সিএনজিতে হারিয়ে যায়। এরপর আমি কোতয়ালী থানায় জিডি করি। আজ মোবাইলটি ফেরত পেয়ে খুব আনন্দ লাগছে। রাঙামাটি জেলা পুলিশকে ধন্যবাদ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এর আগেও রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল দক্ষতার সাথে হারানো মোবাইল উদ্ধার করেছে। সাইবার ক্রাইম প্রতিরোধে আমাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।
এফএইচ