সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিরোধপূর্ণ বাড়ি দখলকরাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে বরিশালে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্ব স্ব ক্যাম্পাসের সামনে ওই মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টায় নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া-এর পরিবারের বাড়ি দখল করতে হামলা চালায় সমন্বয়ক পরিচয়ে বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি, এস এম হাসান রাজু, নাহিদ আলমসহ প্রায় ২০ জন। এসময় ববি শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া ও তার মা শাহীনা ইয়াসমিনকে হেনস্থা করা হয়। বিরোধীয় বাড়ি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা তুলে নিতে ওই শিক্ষার্থীর বাবা ফরহাদ আলম চৌধুরীকে উঠিয়ে নিয়ে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবকরা। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের নিরাপত্তা ও জড়িতদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান রাফির ওপর হামলা চালানো হয়েছে জানিয়ে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি হয়। সেখানে বিএম কলেজ শিক্ষার্থীরা বলেন, এ হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। সব অভিযোগ মিথ্যা বলেও জানান তারা।
এফএইচ