সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলার বন্যা কবলিত এলাকার দুর্গত ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো বন্যার্ত এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাছির, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহেল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রত্যেক নেতাকর্মীতে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করা হয়েছে। দলীয় নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্মীপুরসহ বন্যা দুর্গত এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ কাজ অব্যাহত রয়েছে। এতে যুবদল নেতা হিরোর উদ্যোগে লক্ষ্মীপুর দালালবাজার ও রায়পুরের চরমোহনা ইউনিয়নের ৬০০ দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো বলেন, লক্ষ্মীপুর আমার জেলা। এখানকার মানুষ ভয়াবহ বন্যায় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমি সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান থাকবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করুন।
আরএ