সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস নামে মূল্যবান মাদক উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জীবননগর ফুল বাজারের সামনে যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থান এ মাদক উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর বিজিবি সদস্যরা বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যশোর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসের লাগেজ বক্সের ভেতর মাদকের একটি বড় চালান যশোর হতে দর্শনা নিয়ে যাওয়া হবে।
এ তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দু'ভাগে বিভক্ত হয়ে জীবননগর ফুলের মার্কেটের সামনে সড়কের উপর পৃথক স্থানে অবস্থান নেয়। পরবর্তীতে যশোর হতে দর্শনাগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পৌনে ২টার সময় জীবননগর ফুলের মার্কেটের সামনে আসলে বিজিবি টহল দল বাসের গতিরোধ করে এবং পরবর্তীতে যাত্রীবাহী বাস তল্লাশী করে বাসের ভেতর পেছনের ডান দিকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ স্কসটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের একটি কার্টুন মালিকবিহীন অবস্থায় জব্দ করে। পরে কার্টুনটি ব্যাটালিয়ন সদরে নিয়ে তার ভেতর হতে ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৪০ গ্রাম ওজনের অতি মূল্যবান মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
এফএইচ