সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের তীব্রতা। সে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে পানি কমতে শুরু করেছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে আখাউড়ার গাজীবাজার, মোগড়া, মনিয়ন্দসহ বিভিন্ন গ্রামের ডুবে থাকা বাড়িগুলো থেকে পানি নামতে শুরু করেছে।
তবে হাওড়া নদীর একটি বাঁধের তিনটি অংশ ভেঙে যাওয়ায় এখন আখাউড়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। এখন পর্যন্ত আখাউড়া ও কসবায় ৬০টির বেশি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে দুই হাজার পরিবার।
ক্ষতিগ্রস্ত লোকজন জানান, পানি কমতে শুরু করলেও ঘর থেকে এখনও বের হতে পারছি না। চুলা না থাকায় শুকনো খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে। প্রবল পানির কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত হাওড়া নদীর পানি ৯ সেন্টিমিটারের মতো কমেছে। ইতোমধ্যে বিভিন্ন গ্রাম থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। ভারতে বৃষ্টিপাত না হলে ২/৩ দিনের মধ্যে পানি সরে যাবে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুর্গত এলাকায় প্রশাসন থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলাম আছে। এছাড়া পানি কমে গেলে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করে যান চলাচলের উপযুক্ত করা হবে বলে জানান তিনি।
আরএ