সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে সুবর্ণা আক্তার (২৩) নামে এক অন্তঃসত্তা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বেলা ১১টার দিকে আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘঠে। সুবর্ণা একই এলাকার পারভেজ মিয়ার স্ত্রী। ও জেলার বিজয়নগর উপজেলার গ্রামের শহিদ মিয়ার মেয়ে। সে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, সকালে ভারতের পাহাড়ী ঢলের পানিতে নিজেদের ঘর ডুবে যাওয়ার আশঙ্কায় ঘর থেকে বের হয়ে সুবর্ণা পাশের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাড়াহুড়ো করে সরতে গিয়ে হোঁচট খেয়ে একটি গর্তে পড়ে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এফএইচ