সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযানে ৮৫ বোতল ফেনসিডিলসহ মো. বাদশা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আ্ইন-শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ আগস্ট) রাতে উপজেলার হামিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৩, সিপিসি-৩।
গ্রেপ্তার বাদশা মিয়া লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন মৌজাসাকাতি গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে।
সে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এবিষয়ে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মো. বাদশা মিয়া লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে মাদক বহন করে বগুড়া যাওয়ার পথে উপজেলার কৈইপড়াস্থ মোড়ে হামিন্দপুর কম্পিউটার এন্ড ইত্যাদি স্টোরএর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩ এর অভিযানিক দল।
পরে তাকে সাদুল্লাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
উল্যেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চালিয়ে আসছে।
এফএইচ