সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে বিএনপি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আলিপুর থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কাঠপট্টি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। মিছিল শেষে দলীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিকে কর্মসূচি উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ছাত্র জনতার উপরে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে বুধবার ও বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ