সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের সামনে শুরু হয় হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে এ অবস্থান কর্মসূচি।
দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল কায়সার শিপলু খান, জেলা কৃষক দলের সভাপতি টিটু, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী, সদর থানার সেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।
এই অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আজ পটুয়াখালীর বাউফলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় পাবলিক মাঠ মুক্ত মঞ্চে এই কর্মসূচি পালন করা হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। এসময় বক্তারা, গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানায়।
এফএইচ