সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির পৌরসভা মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে সাধরণ ছাত্র-ছাত্রীর ব্যানারে বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের দোয়েল চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ করে।
এসময় উপস্থিত ছিলেন- আব্দুল আহাদ, আফিয়া বেগম, শরিফুল ইসলাম শাকিল প্রমুখ।
বিক্ষোভ থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনও দায়িত্ব পালন করছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে তাহলে ছাত্র সমাজ পৌরসভাকে গণভবনের মতো অবস্থান করবে। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে যায় এবং চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগসহ জেলা পরিষদ পুর্নগঠনের দাবি জানায়।
এদিকে, ১৫ আগস্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। অপরদিকে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন মোড়ে ছাত্র-জনতার উপর গুলি চালানো অভিযোগে শেখ হাসিনাসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।
আরএ