সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর তসলিম মিয়াকে চর-থাপ্পর ও কান ধরে ওঠবস করিয়েছে ছাত্রদল,যুবদল ও বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে শহরের জেলা ক্রীড়া সংস্থার সামনে এই ঘটনাটি ঘটে। পরে মুহূর্তেই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে তসলিম মিয়া শহরের জেলা ক্রীড়া সংস্থার সামনে গেলে ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে। পরে তাকে চর-থাপ্পর ও কান ধরে উঠবস করায়। তসলিম মিয়া মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলীর অত্যন্ত কাছের লোক ছিল। পৌরসভার সকল কর্মকাণ্ডে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতো বলেও অভিযোগ রয়েছে।
তসলিম মিয়া তার ফেসবুক আইডিতে দু:খ প্রকাশ করে লিখেছেন, আমি স্বতন্ত্র থেকে এবং আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে ভোটে নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগের লোকজন জাল ভোট দিয়ে এবং ব্যালট পেপার ছিনিয়ে নিয়েও আমাকে হারাতে পারেনি। কারণ সর্বস্তরের মানুষ আমার পাশে ছিলেন। আমি একজন সাংস্কৃতিক কর্মী, একজন সমাজসেবক ও সব সময় সচেতনতামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। তবুও আমার দোকান রাতের অন্ধকারে লুটের চেষ্টা করা হয়েছে। কোথা থেকে আমার উত্থান, পৌরসভার কাজে বা রাষ্ট্রীয় কাজে আমাকে যেতে হয়েছে। এছাড়া সমাজের উন্নয়নের সুবিধার্থে আমাকে সকল পেশা, ধর্ম-বর্ণ সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করতে হয়েছে।
আরএ