সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ৫৮ বিজিবির ১০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা জানা না গেলেও চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে মহেশপুর সীমান্তের পিলার ৬০/৯৮-আর এলাকায় বিজিবির গুলি বর্ষণের ঘটনা ঘটে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার।
জানা যায়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করার খবর পেয়ে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর বিপরীতে অবস্থান নেয়। ভোরের দিকে ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তাভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।
এ সময় ভারতীয় চোরাকারবারিরা বিজিবিকে ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। পরে টহল দল প্রাথমিক সতর্কতা হিসাবে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতেও ভারতীয় চোরাকারবারি ভয় না পেয়ে ক্রমাগত বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল মদ উদ্ধার করা হয়।
আরএ