সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাড়ে ৪ বছর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নারী শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সমাবেশে দাবি করা হয় ২০২০ সালের মার্চে গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরিন উর্মির ওপর হামলা করে ছাত্রলীগ পরিচয়দানকারী নেতাকর্মীরা। এ ঘটনায় গণিত বিভাগের এক শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো বিচার মেলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে।
সমাবেশে লিখিত বক্তব্য পাঠকালে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ দ্রুত ওই ঘটনার পুনঃতদন্ত এবং দোষীদের শাস্তির দাবি করেন। সমাবেশ শেষে মিছিলকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে দেখা করেন এবং ৩ দফা দাবি তুলে ধরেন। এর আগে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অভিযুক্ত শিক্ষক সুজিত কুমার বালাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে, হামলায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সার্টিফিকেট বাতিল ও গ্রেপ্তার করতে হবে, আগামী ৭ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তবে এ ব্যাপারে প্রধান অভিযুক্ত গণিত বিভাগের প্রভাষক সুজিত কুমার বালার মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মাহফুজ আলম দেশ টিভিকে জানান, শিক্ষার্থীরা প্রক্টর অফিসে এসেছিল। তারা তাদের দাবিসমূহ লিখিত আবেদন আকারে দিয়েছে। ঘটনাটি যেসময় দাবি করা হচ্ছে তখন আমরা কেউই দায়িত্বে ছিলাম না। এ ব্যাপারে কি করা যায় সেটা আমরা বিস্তারিত জেনে সিদ্ধান্ত নেব।
আরএ