সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সদ্য সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে উপজেলা চেয়ারম্যান আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ আগস্ট) পুলিশ তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
সোমবার (১২ আগস্ট) মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশীক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে আসে। তাদের সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম মডেল থানায় রাখা হয়। সন্ধ্যা ৭টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।
নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম জানান, হাতিয়ার আদালতে তাদের উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আটক দুই সাবেক এমপি ও তাদের ছেলের জন্য আদালতে জামিন আবেদন করা হয়নি।
এর আগে গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নের্তৃত্বে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে তাদের আটক করা হয়। সোমবার (১২ আগস্ট) তাদের হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
আরএ