সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ায় বাড়ির সামনে থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন।
বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সকালে তিনি হাটার জন্য বের হয়েছিলেন। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পান। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসেন। পরে জানতে পারেন পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে।
নিহতের মেয়ে বিনা বলেন, তার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে আসলে বাড়ির সামনে থেকে ১০/১৫ জন লোক তাকে তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারেন তার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।
এ ব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ